
ন পাকিস্তান-ভারত ক্রসবর্ডার লড়াই শুরু হওয়ার পর মুসলমানদেরকে বা ইসলামকে আক্রমণ করছে হিন্দুত্ববাদীরা বলে মন্তব্য করেছেন অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য।
আজ শনিবার (১০ মে) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।
পিনাকী তার পোস্টে বলেন, পাহালগামে জঙ্গী আক্রমণের পর আমরা দেখেছি ভারতে কীভাবে সব মুসলমানদেরকেই দায়ী করে বিভিন্নভাবে তাদের উপর জুলুম বা হেনস্তা করা হয়েছে।
এখন পাকিস্তান-ভারত ক্রসবর্ডার লড়াই শুরু হওয়ার পর মুসলমানদেরকে বা ইসলামকে আক্রমণ করছে হিন্দুত্ববাদীরা। উত্তর ভারতের প্রয়াগরাজে পাকিস্তানের পতাকার সাথে কোরানের আয়াত লেখা কাগজের উপরেও পা দিয়ে মাড়িয়ে হিন্দুত্ব সমর্থকেরা ইসলামকে অবমাননা করেছে। ভারতের পাকিস্তানকে আক্রমণের পিছনেও কি হিন্দুত্ববাদীদের অ্যান্টি-মুসলিম সেন্টিমেন্টের কোনও রোল আছে কি? নাহলে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা কোরানের অবমাননা করবে কেন?
ফুয়াদ