ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ১ জুলাই ২০২৫

জুলাই শহীদদের স্মরণে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ জুলাই স্মৃতি ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে স্মৃতিফলক নির্মাণের ঘোষণা দিয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সংগঠনটি জানিয়েছে, শহীদদের স্মৃতি অম্লান রাখতেই তারা এই উদ্যোগ নিচ্ছে। পাশাপাশি আহতদের সম্মাননা, ম্যারাথন, প্রদর্শনী ও বৃক্ষরোপণসহ মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সংস্থার প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল আকবর কামাল এক বার্তায় বলেন, "আমাদের পরিকল্পনা জুলাইয়ের শুরু থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি জায়গায় যেখানে তারা প্রাণ দিয়েছেন, সেখানে একটি করে স্মৃতিচিহ্ন বা ফলক নির্মাণ করা হবে।"

তিনি আরও বলেন, "সারা বিশ্বে আমরা দেখি, শহীদদের স্মরণে নির্দিষ্ট স্থানেই স্মারক নির্মাণ করা হয়। আমাদের তালিকাভুক্ত ৮৩৪ জন শহীদের প্রতিটি মৃত্যুস্থানে একটি করে স্থায়ী স্মৃতিচিহ্ন তৈরি করাই আমাদের লক্ষ্য।"

প্রতিষ্ঠার পর থেকেই সহায়তায় এগিয়ে

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশন শুরু থেকেই আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি শহীদ ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সাপোর্ট দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে চারটি ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করছে—

1. আহতদের সুচিকিৎসা তদারকি


2. জরুরি ভিত্তিতে সীমিত আর্থিক সহায়তা প্রদান


3. পুনর্বাসন (বাসস্থান, কর্মসংস্থান, প্রশিক্ষণ ইত্যাদি)


4. গণ-আন্দোলনের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ (জেনারেশন টু জেনারেশন ট্রান্সফার)

 

মাসব্যাপী কর্মসূচি

ফাউন্ডেশন জানিয়েছে, জুলাই মাসজুড়ে শহীদদের স্মরণে থাকবে বিভিন্ন কর্মসূচি—

1.ম্যারাথন র‌্যালি

2.চিত্র ও ইতিহাসভিত্তিক প্রদর্শনী

3. বৃক্ষরোপণ কর্মসূচি

4. আহতদের সম্মাননা প্রদান


এসব কর্মসূচি স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হবে। শহীদদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বদ্ধপরিকর বলেও উল্লেখ করে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এই শহীদরা শুধুই একটি আন্দোলনের নয়, বরং জাতির বিবেক। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের ইতিহাসকে ধরে রাখার জন্যই এই স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ।

Mily

×