ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম-১৩ আসনে মাঠে মোস্তাফিজুর, বললেন উন্নয়নই লক্ষ্য

মো. জামশেদুল আলম,  আনোয়ারা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৭:৪৭, ১ জুলাই ২০২৫

চট্টগ্রাম-১৩ আসনে মাঠে মোস্তাফিজুর, বললেন উন্নয়নই লক্ষ্য

দৈনিক জনকণ্ঠ

চট্টগ্রামের আনোয়ারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সম্ভাব্য প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার ( ১ জুলাই ) দুপুরে উপজেলার লুসাই পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় বক্তব্যে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৩ (আনোয়ারা - কর্ণফুলী) আসনে নিজেকে দলীয় মনোনয়ন প্রত্যাশীহিসেবে ঘোষণা করে তার রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

আগামীর একটি সুখী, সমৃদ্ধ, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আনোয়ারা গড়তে তার বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানান। 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেছেন, “এই জনপদ শুধু আমার নির্বাচনী এলাকা নয়—এটি আমার গর্বের, ভালোবাসার ও প্রতিশ্রুতির ভূমি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। গত ১৬-১৭ বছর ধরে বিএনপি ও বিরোধী দলের ওপর যে দমন-পীড়ন চলছে, আমি সেই কঠিন সময়ে মাঠে ছিলাম, আন্দোলনের অংশীদার ছিলাম।”

তিনি বলেন, “নেতৃত্ব মানে শুধু ক্ষমতার আসন নয়—মানুষের দুঃখে পাশে দাঁড়ানো, উন্নয়নের পথ দেখানো। সাংবাদিকরাই জাতির দর্পণ। আমি তাদের সহযোগিতা চাই, যেন তারা এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।”

তিনি আরও বলেন, “আমার রাজনীতি জনসেবার অঙ্গীকার। আমি আশাবাদী—দল আমার ওপর আস্থা রাখবে এবং আমি জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরব।”

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হাফেজ সেলিম, জুঁইদন্ডী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন,

আনোয়ারা উপজেলা যুবদলের নেতা মো. আলমগির ও সদস্য জিয়াউর রহমান, শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সায়েদুল ইসলাম, শাওয়াজ খান, লোকমান, নিজাম, রিফাত, রুবেল এবং কে এম খোরশেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হ্যাপী

×