ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মাদারীপুরে কুমার নদে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৭:৩০, ১ জুলাই ২০২৫

মাদারীপুরে কুমার নদে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

ছবিঃ প্রতীকী অর্থে

মাদারীপুরে কুমার নদে বস্তাবন্দি এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে, নিহতের পরিচয় এখনও শনাক্ত সম্ভব হয়নি।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, রাস্তি এলাকায় কুমার নদে বস্তাবন্দি একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত যুবকের লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশ ও সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম আকন (৪৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম আকন একই এলাকার আব্দুল করিম আকনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেন সালাম আকন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। স্বজনরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সালামকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইমরান

×