ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ইরানের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি! ড্রোন ও ঘাঁটির ফুটেজ প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি

প্রকাশিত: ১০:৪১, ১০ মে ২০২৫; আপডেট: ১০:৪২, ১০ মে ২০২৫

ইরানের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি! ড্রোন ও ঘাঁটির ফুটেজ প্রকাশ করে ইরানের হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

ভূগর্ভস্থ একটি সামরিক ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ঘাঁটিটিতে অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ প্রতিরক্ষা সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে। এই গোপন সামরিক ঘাঁটি হরমোজগান প্রদেশের পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলে অবস্থিত বলে জানা গেছে।

ঘাঁটির ভেতরের দৃশ্যে দেখা গেছে, মারণাস্ত্র ও সামরিক সরঞ্জামের গুদাম পরিদর্শন করছেন আইআরজিসির কমান্ডার ও নৌবাহিনী প্রধান। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের চতুর্থ দফা পরমাণু আলোচনা শুরুর ঠিক আগে এমন ভিডিও প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

আইআরজিসি দাবি করেছে, এ ঘাঁটি থেকে সরবরাহকৃত অস্ত্রই গেল বছর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলার জবাবে ব্যবহৃত হয়েছিল। এই ঘাঁটিতে শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্রই নয়, রয়েছে যুদ্ধজাহাজ প্রতিরোধে ব্যবহৃত আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরান জানিয়েছে, নিজেদের প্রতিরক্ষার স্বার্থেই এই ঘাঁটি গড়ে তোলা হয়েছে। শত্রুর আগ্রাসনের জবাবে পাল্টা আক্রমণে তারা কখনো পিছপা হবে না বলে জানিয়েছে আইআরজিসি।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বলছে, এই ভিডিও প্রকাশ ইরানের যুদ্ধংদেহী মনোভাবেরই প্রতিফলন, যা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। তবে এসব অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে তেহরান।

তথ্যসূত্রঃ https://youtu.be/_RFjYbDksWA?si=tWaJ6Xzfgp9oiGTE

মারিয়া

×