
ছবি: সংগৃহীত
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, “যাকেই বলি পাহাড় কাটবেন না, সবাই বলেন একটু শুধু কাটবো। এই হচ্ছে অবস্থা। পাহাড় কাটা এখন আমাদের জন্য টম অ্যান্ড জেরির খেলার মতো হয়ে গেছে।”
তিনি বলেন, “সকালবেলা অভিযানে লোক পাঠাই, অভিযান চালিয়ে দেখি ভেকু আটক হয়েছে, কিন্তু অভিযানের সময় সবাই পালিয়ে যায়। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় না।”
নদী রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, “নদীগুলোকে বাঁচানো একদিনের কাজ নয়। কিন্তু নদী না বাঁচালে আমরা কি বাঁচবো? নদী রক্ষা অসম্ভব কোনো কাজ নয়, সম্ভব। আমরা কাজটা শুরু করে দিয়ে যেতে পারব, কিন্তু শেষ করে যেতে হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=J65eqiESaRA
এএইচএ