ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

এবার ফিল্ম ও টিভি প্রোডাকশনে নামল প্রযুক্তি জায়ান্ট গুগল!

প্রকাশিত: ১৬:৫৬, ১০ মে ২০২৫

এবার ফিল্ম ও টিভি প্রোডাকশনে নামল প্রযুক্তি জায়ান্ট গুগল!

প্রযুক্তির দুনিয়া কাঁপানো গুগল এবার হাত বাড়িয়েছে বিনোদনের জগতে। সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনের নতুন একটি উইং চালু করেছে প্রতিষ্ঠানটি।এমন খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।হলিউড যখন একদিকে নির্মাণ ব্যয় ও বিদেশি সিনেমার উপর সম্ভাব্য মার্কিন শুল্কের চাপের মুখে দিশেহারা, ঠিক সেই সময় প্রযুক্তি জায়ান্ট গুগল নতুন এক পদক্ষেপে ফিল্ম ও টিভি প্রোডাকশনের দুনিয়ায় পা রাখল।

রিপোর্ট অনুযায়ী, ‘১০০ জিরো’ নামের এই উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় প্রজেক্টগুলোর খোঁজ করবে গুগল, যেগুলোর অর্থায়ন বা সহ-প্রযোজনায় যুক্ত হতে পারবে তারা। কয়েক বছর মেয়াদি এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে Range Media Partners–এর সঙ্গে যৌথভাবে। হলিউডের এ প্রযোজনা প্রতিষ্ঠান এর আগে A Complete Unknown ও Longlegs–এর মতো চলচ্চিত্রে কাজ করেছে।

Alphabet-এর মালিকানাধীন গুগলের লক্ষ্য এ প্রকল্পের মাধ্যমে তাদের নতুন প্রযুক্তি, বিশেষ করে এআই ও স্পেশাল কম্পিউটিং টুলসের প্রচার ও ব্যবহার বাড়ানো। এই প্রযুক্তি বাস্তব ও ভার্চুয়াল জগতকে একীভূত করতে সহায়তা করে। জানা গেছে, ‘১০০ জিরো’ গত বছর Cuckoo নামে একটি স্বাধীন হরর সিনেমার মার্কেটিং সাপোর্ট দিয়েছিল। Letterboxd-এর মতে, সেই ছবির অন্যতম প্রযোজক ছিল ‘১০০ জিরো’।

তবে গুগল সরাসরি কোনো মন্তব্য না করলেও, বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ এমন সময় এলো যখন হলিউড প্রযোজনায় খরচ বেড়েছে, ২০২৩ সালে অভিনেতা ও চিত্রনাট্যকারদের দ্বৈত ধর্মঘটের পর টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, আর সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে বিদেশি সিনেমায় শুল্ক আরোপের আশঙ্কাও তৈরি হয়েছে।

এরই মধ্যে গুগল ও Range Media ১৮ মাসের একটি চুক্তি ঘোষণা করেছে, যেখানে তারা এআই বিষয়ক সিনেমা প্রযোজনায় একসঙ্গে কাজ করবে। এই উদ্যোগ থেকে ‘Sweetwater’ ও ‘LUCID’ নামের দুটি সিনেমা চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, Gemini নামের নিজস্ব এআই প্ল্যাটফর্মসহ বিভিন্ন সেবা জনপ্রিয় করতে হলে গুগলকে সাংস্কৃতিক প্রভাব বিস্তারে আরও এগোতে হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর সে লক্ষ্যেই গুগল এই প্রোডাকশন উদ্যোগে বিনিয়োগ বাড়াচ্ছে।

গুরুত্বপূর্ণভাবে, ‘১০০ জিরো’–এর সিনেমাগুলো ইউটিউবে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। বরং প্রজেক্টগুলো বিক্রি করা হবে ট্র্যাডিশনাল স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স–এর কাছে।

উল্লেখ্য, গুগল ২০১৬ সালে YouTube Originals নামে নিজস্ব প্রোডাকশন চালু করলেও ২০২২ সালে তা বন্ধ করে ইউজার-জেনারেটেড ভিডিও ও Shorts–এর দিকে ফোকাস বাড়ায়।

 


সূত্র:রয়টার্স

আফরোজা

×