
বাজারে থাকা নানা ফিচারের মোবাইল ফোনের মধ্যে জনপ্রিয়তায় অন্যতম শীর্ষস্থানে রয়েছে অ্যাপলের আইফোন। গত বছরের ৯ সেপ্টেম্বর আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স নামের নতুন চারটি মডেলের আইফোন উন্মুক্ত করে অ্যাপল। সম্প্রতি ঢাকার একাধিক মোবাইল বাজার ঘুরে দেখা গেছে, দাম বেশি হলেও ১৬ সিরিজের বিভিন্ন মডেলের আইফোনগুলো বেশি বিক্রি হচ্ছে। একাধিক বিক্রেতা জানিয়েছেন, বর্তমানে প্রত্যাশার চেয়ে আইফোনের চাহিদা বেশি রয়েছে বাজারে। ফলে বিক্রিও বেড়েছে। আইফোনের ১৬ সিরিজের পাশাপাশি ১৩, ১৪ ও ১৫ মডেলের আইফোনগুলোও কিনছেন ক্রেতারা। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে আইফোন ১৬ সিরিজের বিভিন্ন মডেলের দাম তুলে ধরা হলো।
অফিসিয়াল আইফোন
আইফোন ১৬ (১২৮ গিগাবাইট) ১ লাখ ৪৬ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৬ প্রো (১২৮ গিগাবাইট) ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৬ প্রো (২৫৬ গিগাবাইট) ২ লাখ ১ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্রো (৫১২ গিগাবাইট) ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৬ প্লাস (১২৮ গিগাবাইট) ১ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্লাস (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৮৪ হাজার ৯৯৯ টাকা। আইফোন ১৬ই (১২৮ গিগাবাইট) ১ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।
আইফোন ১৬ প্রো মাক্স (২৫৬ গিগাবাইট) ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৬ প্রো মাক্স (৫১২ গিগাবাইট) ২ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা ও আইফোন ১৬ প্রো মাক্স (১ টেরাবাইট) ২ লাখ ৯০ হাজার ৯৯৯ টাকা।
আনঅফিসিয়াল আইফোন
আইফোন ১৬ (১২৮ গিগাবাইট) ১ লাখ টাকা ও আইফোন ১৬ (২৫৬ গিগাবাইট) ১ লাখ ১৩ হাজার টাকা থেকে ১ লাখ ১৮ হাজার টাকা। আইফোন ১৬ প্রো (১২৮ গিগাবাইট) ১ লাখ ৩২ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৪৪ হাজার টাকা। আইফোন ১৬ প্লাস (১২৮ গিগাবাইট) ১ লাখ ১২ হাজার টাকা ও আইফোন ১৬ প্লাস (২৫৬ গিগাবাইট) ১ লাখ ২৪ হাজার টাকা। আইফোন ১৬ই (১২৮ গিগাবাইট) ৭৮ হাজার টাকা।
আইফোন ১৬ প্রো মাক্স (২৫৬ গিগাবাইট) ১ লাখ ৫৫ হাজার টাকা, আইফোন ১৬ প্রো মাক্স (৫১২ গিগাবাইট) ১ লাখ ৮২ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো মাক্স (১ টেরাবাইট) ২ লাখ ৩ হাজার টাকা।
প্যানেল