
ছবি: সংগৃহীত
ভারতের অন্যতম স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম ‘The Wire’ এর ওয়েবসাইট ‘thewire.in’ গত ৯ মে থেকে ভারতের ভেতরে ব্লক করে দিয়েছে দেশটির সরকার। অন্তত দুটি ইন্টারনেট সেবা প্রদানকারী সংস্থা সরাসরি জানিয়েছে, এটি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে।
এই পদক্ষেপকে ‘সংবিধানস্বীকৃত মুক্ত সাংবাদিকতার সরাসরি লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে ‘The Wire’।
সংবাদমাধ্যমটির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতের জন্য এটি একটি সংকটময় সময়। এই সময়ে যুক্তিবাদী, ন্যায্য, তথ্যনিষ্ঠ এবং সংবেদনশীল কণ্ঠস্বরগুলোই দেশের সবচেয়ে বড় সম্পদ। অথচ সেই কণ্ঠগুলোই আজ নির্দয়ভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে।’
গত কয়েকদিন ধরেই ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যে যখন বেশিরভাগ ভারতীয় গণমাধ্যম যুদ্ধোন্মাদনায় জর্জরিত হয়ে পড়েছে, তখন ‘The Wire’ ব্যতিক্রম হিসেবে সংঘাতের প্রকৃত চিত্র তুলে ধরছিল, যাচাই করছিল সরকারপ্রচারিত নানা তথ্যের সত্যতা। এমন সময়েই এই মিডিয়াকে নিষ্ক্রিয় করে দেওয়ার এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন সরকারের পক্ষ থেকে স্বচ্ছ সাংবাদিকতার প্রতি একধরনের প্রতিহিংসাপরায়ণ আচরণ হিসেবে।
‘The Wire’ আরও জানায়, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে এবং গণতন্ত্র ও সত্যের পক্ষে তাদের সাংবাদিকতা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেয়। বিবৃতির শেষে বলা হয়, ‘সত্যই জয়ী হয়’।
বিশ্লেষকদের মতে, সরকারের এই পদক্ষেপ ভারতের গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক গভীর সংকেত। একদিকে যখন রাষ্ট্রীয় বয়ানকে প্রশ্নহীনভাবে সমর্থনকারী সংবাদমাধ্যমগুলো ফুলেফেঁপে উঠছে, অন্যদিকে সত্য অনুসন্ধানী কণ্ঠগুলোকে দমন করার এমন নজির ভারতের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে আরও সংকুচিত করছে।
সূত্র: https://thewire.in/media/the-wire-statement-blocking-access-website
রাকিব