ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: আফ্রিদি

প্রকাশিত: ০৫:১০, ১০ মে ২০২৫; আপডেট: ০৫:১১, ১০ মে ২০২৫

ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে: আফ্রিদি

ছবি: সংগৃহীত

কাশ্মীরের সাম্প্রতিক সহিংসতা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে দুদেশের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

এক্স (সাবেক টুইটার)-এ গত শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে আফ্রিদি লিখেছেন, ভারতীয় গণমাধ্যম সত্য ও বস্তুনিষ্ঠতা থেকে সরে গিয়ে এখন প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম যেন ‘কার্টুন নেটওয়ার্ক’-এ পরিণত হয়েছে।

কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিলের বন্দুকধারী হামলার জেরে ৬ মে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর পাল্টা ড্রোন হামলা চালায় পাকিস্তানও। এরই মধ্যে ৭ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএল ম্যাচ শুরুর ছয় ঘণ্টা আগে ড্রোন হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়, ফলে বাতিল করা হয় ম্যাচটি।

এ প্রেক্ষাপটেই আফ্রিদি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বিভাজন নয়, ঐক্য আনে। অথচ এখন সেই খেলাই পরিণত হয়েছে আক্রমণের লক্ষ্যবস্তুতে। একসময় ক্রিকেট আমাদের একত্র করত, আজ তা পরিণত হয়েছে দুই দেশের ক্রসফায়ারের বলিতে।

তিনি আরও লেখেন, আবারও স্ট্যাম্প উঠুক। শুধু খেলার জন্য নয়, শান্তির জন্যও।


পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে পিএসএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরের ঘোষণা দিলেও, শেষমেশ শুক্রবার রাতে জানায়, চলতি আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

একই দিনে ভারতের ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ চলাকালীন সময়েই নিরাপত্তা শঙ্কায় সেটি বন্ধ করে দেওয়া হয়। পরদিন বিসিসিআইও ঘোষণা দেয়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে এবং বিদেশি খেলোয়াড়দের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসএফ 

×