ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

উপমহাদেশের ক্রীড়াঙ্গনে অশনি সঙ্কেত

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ২২:৩১, ৯ মে ২০২৫

উপমহাদেশের ক্রীড়াঙ্গনে অশনি সঙ্কেত

.

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে রীতিমতো যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার্টার্ড বিমানে  বিদেশী ক্রিকেটারদের জরুরি ভিত্তিতে দুবাইয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ভারতে আইপিএলেও ম্যাচের মধ্যপথে বন্ধ হয়ে গেছে খেলা। আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গেছে টুর্নামেন্ট। পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের এ দামামার প্রভাব পড়েছে গোটা দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে। এই সংকটে দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনে যে আরও ভয়াবহ তিক্ত সম্পর্কের রূপ ধারণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। উপমহাদেশের পুরো ক্রীড়াঙ্গন বন্ধের উপক্রম হবে; যার প্রভাব ফেলবে গোটা বিশ্বে। এমন পরিস্থিতিতে খেলা মাঠে গড়াবে কি না, তা নিয়ে ভাবাচ্ছে  ক্রিকেট বিশ্বকে। তবে শুধু ক্রিকেট নয়, আরও অনেক টুর্নামেন্ট নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তার মধ্যে অন্যতম আগামী বছরের শুরুতে পাকিস্তানে সাফ গেমস।
বড় রকমের শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন আমিরাত ও পাকিস্তান সফর ঘিরে। ১৪ মে আমিরাতে উড়ে যাওয়ার কথা টাইগারদের। শুধু তাই নয়, আগস্টে বাংলাদেশ সফরে না এসে আইপিএলের বাকি অংশের সূচি ঠিক করার কথা ভাবছে বিসিসিআই! ভারতের মাটিতে এ বছর এশিয়া কাপ ও নারী বিশ্বকাপ ঘিরেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বৃহস্পতিবার শুরুর আগেই স্থগিত হয়ে যায় পিএসএলে পেশাওয়ার-করাচি ম্যাচ। খোদ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা হয়। এর পর থেকে আরও নিরাপত্তা শঙ্কায় পড়ে গেছেন পিএসএল খেলতে যাওয়া বিদেশী ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুপুরের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠক করেন তারা। ওই বৈঠকের পরই পেশাওয়ার-করাচি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। পরে এক ঘোষণায় পিএসলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতের দুবায়ে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় পিসিবি। পিসিবি এক বিবৃতিতে উল্লেখ করে,‘পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময়ই খেলাধুলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষে। তবে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লক্ষ্য করে ভারতের চরম দায়িত্বহীন কর্মকাণ্ডের প্রেক্ষিতে, যা স্পষ্টই পিএসএলকে ব্যাহত করার উদ্দেশ্যেই করা হয়েছে, পিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে, বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হবে।’  
যুদ্ধাবস্থায় যেহেতু অধিকাংশ বিমানবন্দরে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে তাই জরুরি ভিত্তিতে বিদেশী ক্রিকেটারদের চার্টার্ড বিমানে দুবাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই তালিকায় আছেন পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের দুই তারকা নাহিদ রানা এবং রিশাদ হোসেনও। ১৮ মে হওয়ার কথা ছিল পিএসএলের ফাইনাল। আইপিএলের অবস্থা তো আরও খারাপ। ধর্মশালায় বৃহস্পতিবার বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় কিছুটা দেরিতে। টস জিতে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করার পর একে একে নিভে যায় তিনটি ফ্লাডলাইট টাওয়ার। মিনিট দশেক পরই নিরাপত্তা শঙ্কার কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, হাতের ইশারায় দর্শকদের স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছেন আইপিএল চেয়ারম্যান আরুন ধুমাল। পরে জরুরি বার্তায় এক সপ্তাহের জন্য  টুর্নামেন্ট স্থগিত করে বিসিসিআই।  টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলা হয়েছে। প্রথম পর্বে ১২টিসহ মোট ১৬ ম্যাচ বাকি রয়েছে।  
বাংলাদেশের দুটি দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও এই সংঘাতের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আসন্ন দুটি ক্রিকেট বিশ্বকাপে। আগামী সেপ্টেম্বর আট দেশ নিয়ে ভারতে বসতে যাচ্ছে ১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপ, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে শেষ পর্যন্ত স্থগিত হতে পারে  টুর্নামেন্টটি। এছাড়া এই সংঘাত দীর্ঘায়িত হলে একই ঘটনা ঘটতে পারে আগামী বছরে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দল নিয়ে বসতে যাওয়া দশম টি২০ বিশ্বকাপেও। তবে শুধু ক্রিকেট নয়, এই সংঘাত প্রভাব ফেলবে এই অঞ্চলের গোটা ক্রীড়াঙ্গনেই। আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তানের তিনটি শহরে (লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ) বসার কথা রয়েছে চৌদ্দতম দক্ষিণ এশিয়ান গেমসের আসর। যেখানে স্বাগতিকরা ছাড়াও অংশ নেবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ক্রীড়াবিদরা। এই টুর্নামেন্টে ৩৭টা ইভেন্টে সাত দেশের ২ হাজার ৬৭২ ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা রয়েছে। তবে পাকিস্তান-ভারতের চলমান সংঘাতে থমকে যেতে পারে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদদের সবচেয়ে বড় টুর্নামেন্টটি। এছাড়া এই সংঘাত দীর্ঘায়িত হলে শঙ্কার মুখে পড়তে পারে উপমহাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপও। যেটা এ বছর হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন ইস্যুতে পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। কিন্তু চলমান যুদ্ধের কারণে শেষ অবধি এটা মাঠে গড়ায় কি না, তা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

প্যানেল

×