ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকেরা

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ বরিশাল

প্রকাশিত: ০৮:৫৩, ১০ মে ২০২৫; আপডেট: ০৮:৫৫, ১০ মে ২০২৫

বাকেরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকেরা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে এখন চলছে ধান কাটার উৎসব। চলতি মৌসুমে গত কয়েক বছরের তুলনায় বোরো ধানের ভাল ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। আর এখন মাঠ থেকে ধান কাটতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। অনেক মাঠে আবার দেখা যায় কৃষকদের সাথে শ্রমিকরা ধান কেটে মাথায় করে কৃষকদের বাড়িতে তুলছেন। এখন কৃষকের পাশাপাশি কৃষাণীরাও ধান ঘরে তুলতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। অনেক স্থানে দেখা যায় কৃষাণীরা মাঠের মধ্যে মাড়াই করা ধান রোদে শুকাচ্ছে। কৃষকরা জানায় এই বছর ঝড় বৃষ্টি কম থাকায় বোরো ধানের রোগ বালাই কম ছিল তাই ফলন ভালো হয়েছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, এই বছর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে ৭ হাজার ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষকরা তাদের মাঠের ধান কাটা শুরু করেছে। আবহাওয়া ভালো থাকলে ১৫ দিনের মধ্যে পুরোপুরি ধান কাটা শেষ করতে পারবে কৃষকরা। 

মুমু

×