
ছবি : সংগৃহীত
ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ফ্রান্সের এক প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি প্রযুক্তির এই আধুনিক যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা সামনে এসেছে।
পাকিস্তান এর আগেই দাবি করেছিল, তারা ভারতীয় বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফাল। এই দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন থাকলেও এবার ফ্রান্সের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
এই ঘটনায় শুধু পাকিস্তান নয়, চীনও সরব হয়েছে ব্যঙ্গ-বিদ্রূপে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চীনের কিছু নাগরিক ভারতকে লক্ষ্য করে গান গেয়ে, নেচে ব্যঙ্গাত্মক ট্রল করছে। ভিডিওতে ভারতীয় বিমানবাহিনীকে অপমানজনক ভঙ্গিতে তুলে ধরা হয়, যেখানে রাফাল যুদ্ধবিমানকে "আকাশে উঠেই ধুলায় গড়াগড়ি" বলেও ব্যঙ্গ করা হয়।
আঁখি