
বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি বাউফলবাসীকে ধন্যবাদ জানাই যে- আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা, আপনাদের চিন্তা চেতনা, পরিকল্পনা এবং আপনাদের একান্ত দরদের কারণে আজকে শুধু মানববন্ধন না, আমাদের এই প্রাণের বগা সেতু যেটি নবম চীনমৈত্রি সেতু বাস্তবায়নের জন্য চীন সরকার আমাদের সরকারকে রুপরেখা জানিয়ে দিয়েছেন।
আজ শনিবার (১০ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এটা সেই সেতু, যে সেতুর অভাবে দূর দূরান্ত থেকে এসে বগা পৌঁছেছে কিন্তু ঈদের নামাজ বাউফলে গিয়ে পড়তে পারেননি। এটা সেই সেতু, যার প্রয়োজনীয়তাটা এমন যে- আমাদের মায়ের কফিন নিয়ে ফেরির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এই সেতুর জন্য আমাদের সবার মানসিক কষ্ট ভোগ করতে হচ্ছে।
তিনি বলেন, বগার যে ফেরি আমাদের এত দুর্ভোগের কারণ সেই সেতু বাস্তবায়নে আজকের এই মানববন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। যারা আজকে কষ্ট করে এই মানববন্ধন আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে আমি একজন বাউফলের ক্ষুদ্র নাগরিক হিসেকে আশ্বস্ত করতে চাই- চীনা সরকার জমি অধিগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের সহায়তা চায়।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরো বলেন, আমি বিশ্বাস করি- চীন সরকার তার আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশে তার সপ্তম ও অষ্টম সেতু তারা নির্মাণ করে থাকে। অবশ্যই, অবশ্যই , এবং অবশ্যই নবম সেতু বগাতে নিশ্চিত বাস্তবায়ন হবে। ইনশাল্লাহ। সেখানে যদি কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা তৈরি হয় তাহলে আমরা ধরে নেব- চীন সরকার আন্তরিক থাকার পরেও বাংলাদেশের ইন্টেরিম সরকারের আর কোনো উদ্যোগ, আন্তরিকতার কারণে এটা হচ্ছে না। তাহলে এটা বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দু:খজনক, লজ্জাজনক। এবং এটি আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় হবে।
বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বলেন, বগা সেতু শুধু বাউফলবাসীর নয়, আমাদের বাউফলে কি অন্য জেলার লোকরা বেড়াতে যায় না? আমাদের বাউফলে যারা বেড়াতে আসেন তারা আমাদের বলেন-সেতুর মাধ্যমে সারাদেশে যে বন্ধন তৈরি হয়েছে, সেই বন্ধন কেন বাউফলের মতো সুশিক্ষিত একটি জনপদে নেই। তাদের সেই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত থাকতে চাই না। অবিলম্বে এই সেতু বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সম্মানিত বাউফলবাসী এই সেতু নির্মাণে বাউফলবাসীর পক্ষে আপনারা যে পরিশ্রম করে চলেছেন, আিমি আপনাদের স্মরণ করাতে চাই- বাউফলবাসী পরিশ্রম করেছে, সিদ্ধান্ত নিয়েছে, পরিকল্পনা করেছে, আর তা বাস্তবায়ন হয়নি এরকম বাউফল আগামীর বাংলাদেশ দেখবে না। আগামীর বাংলাদেশ দেখবে- বাউফল দাবি তুলেছে তার বাস্তবায়ন তারা করেই ছেড়েছে।
তিনি বলেন, বাউফলবাসীর এই প্রাণের দাবি বগা সেতু বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দফতরের সাথে আমরা দফায় দফায় সাক্ষাত করেছি। তাদেরকে আমরা অনুরোধ করেছি। আমরা তাদের আহ্বান করেছি। আমি খেয়াল করেছি উপদেষ্টা মহোদয় আমার কথাগুলো দরদ দিয়ে উপলব্ধি করেছেন।
বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, আমি উপদেষ্টার সাথে সাক্ষাতের পরে সচিবের কাছে যাওয়ার পরে সচিব সাহেব আমাকে জানালেন- আপনি আমার কাছে আসার আগেই উপদেষ্টা স্যার আপনার আবেদন আমার টেবিলে পাঠিয়েছেন। এমনকি অতিসত্তর আপনার এই আবেদনের প্রেক্ষিতে কার্যক্রম শুরু করতে নির্দেশনা দিয়েছেন তিনি। আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলে, একইসাথে আমরা এটাকে শুধু আশ্বাসের মধ্যে রাখতে চাই না। এতকিছুর পরেও যদি আমরা ফলাফল না দেখি তাহলে বাউফলবাসীকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবো। যদি প্রয়োজন হয় তাহলে আমরা দক্ষিণাঞ্চলকে গোটা বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করতে বাধ্য হবো।
বাউফলের গণমানুষের নেতা ড. মাসুদ আরো বলেন, প্রিয় বাউফলবাসী, আসুন- আমরা বক্তব্যের মাধ্যমে নয়, দৃশ্যমান কার্যক্রমের মাধ্যমে বগা সেতু বাস্তবায়ন দেখতে চাই। আমি বাউফলবাসীকে বলতে চাই, যতক্ষণে এর কার্যকারিতা না দেখছি ততক্ষণ দলমত নির্বিশেষে সকলে এই সেতু বাস্তবায়নের জন্য সিসাঢালা প্রাচীর হয়ে ঐক্যের ভিত্তিতে আমরা ভুমিকা পালন করতে সবাই রাজি আছি। ইনশাল্লাহ।
বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহব্বায়ক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য প্রদান করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব ইঞ্জি. এ কে এম ফারুক তালুকদার, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এছাড়া জিয়া পরিষদের আহ্বায়ক জনাব আনিসুর রহমান আনিস, বগা সেতু বাস্তবায়ন পরিষদ এর সদস্য সচিব ইঞ্জি. রুমান, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলী আজম চৌধুরী, বাউফল ইউনিয়ন বিএনপির সভাপতি জি এম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দীন, ইউনুস চৌধুরী, রমিজ উদ্দিন হাওলাদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধন পরিচালনা করেন মারুফ আল মুজাহিদ।
নুসরাত