ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১০ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে স্হানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। টঙ্গী সরকারি কলেজের সামনে এই মহাসড়ক অবরোধ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে গাজীপুর মহানগর ও টঙ্গী  এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে।

এসময় মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মোহাম্মদ মোহসিন, যুগ্ম আহ্বায়ক, মো. তানজিল, নাহিদ হাসান প্রমুখের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করা হয়।

মুমু

×