
ছবি: সংগৃহীত
ফিফা ঘোষণা দিয়েছে, ২০৩১ সালের নারী বিশ্বকাপ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হবে। সম্প্রতি ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়।
টুর্নামেন্টটির নতুন কাঠামো অনুযায়ী, ১২টি গ্রুপে ভাগ করে খেলাগুলো আয়োজন করা হবে এবং মোট ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়াবে ১০৪-এ, যা আগে ছিল ৬৪। ফলে টুর্নামেন্টের সময়সীমাও এক সপ্তাহ বেড়ে যাবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই সিদ্ধান্ত বিশ্বের আরও অনেক দেশের জন্য সুযোগ সৃষ্টি করবে তাদের নারীদের ফুটবল গঠনতন্ত্র উন্নয়নের। এতে করে বৈশ্বিক নারী ফুটবলের অগ্রগতির গতি বজায় থাকবে।
২০২৩ সালের সর্বশেষ নারী বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়। আগামী ২০৩৫ সালের নারী বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে যুক্তরাজ্যই এখন পর্যন্ত একমাত্র "বৈধ" প্রার্থী, ফলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ঘরের মাঠে অংশ নেওয়ার সুযোগ পাবে।
তবে ১৯৯১ সালে নারী বিশ্বকাপ চালু হওয়ার পর থেকে কোনো হোম নেশন এখনো শিরোপা জিততে পারেনি।
এদিকে খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ নারী বিশ্বকাপ সম্প্রসারণকে স্বাগত জানালেও খেলোয়াড়দের শ্রম পরিস্থিতি উন্নয়নের দাবি জানিয়েছে। তারা বলেছে, নারী ফুটবলের বাস্তব ও টেকসই উন্নয়নের জন্য খেলোয়াড়দের উন্নয়ন ও নিরাপদ শ্রম পরিবেশ নিশ্চিত করতেই হবে।
এসএফ