
ছবি : সংগৃহীত
শিবির সভাপতি জাহিদুল ইসলাম চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তার ফেসবুক টাইমলাইনে এক আবেগঘন বার্তায় বলেন, জুলাই আন্দোলন ছিল সবার, কোনো ব্যক্তি বা দলের একক মালিকানা নয়। তিনি উল্লেখ করেন, তেমনভাবেই চলমান ফ্যা'সি'বা'দবিরোধী আন্দোলনও কারও একার নয়—এটি একটি সমষ্টিক ও জাতীয় প্রয়োজনের আন্দোলন।
তিনি বলেন, “আমরা সবাই জুলাই স্পিরিট ধারণ করতে চাই। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিটি গণহত্যার বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের শিকড় নির্মূল করতে চাই।” জাহিদুল ইসলামের মতে, ইতিহাস প্রমাণ করে যে, জাতীয় ঐক্য যেকোনো অসাধ্যকে সাধনে রূপ দিতে পারে। তিনি মনে করিয়ে দেন, সময় এসেছে সাময়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়ার।
তার ভাষায়, “আমাদের লক্ষ্য দৃঢ়, স্বপ্ন সুদূরপ্রসারী। আমরা পারবো ইনশাআল্লাহ। কারণ আমরা বিশ্বাসী। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।”
আঁখি