ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

প্রকাশিত: ০৫:০৯, ১০ মে ২০২৫; আপডেট: ০৫:১৩, ১০ মে ২০২৫

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে দেশজুড়ে নানা প্রশ্ন এবং সমালোচনা চলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা নিয়ে কথা বলেছেন।

তারেক রহমান বলেন, ‘পলাতক স্বৈরাচার সরকারের সময়কার একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। ৫ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনিও (আবদুল হামিদ) অনেকটা সেভাবে পালিয়েছেন।’

‘কিন্তু এখন বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশত্যাগের ব্যাপারে কিছুই জানত না’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যতজন মানুষের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার জানে না?’

তারেক রহমান জানান, ‘সাথে এও অভিযোগ উঠেছে, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে, অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসদেরকে নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে, অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারের সহযোগীদেরদেরও পুনর্বাসনের ক্ষেত্রেও হয়তো তৈরি করতে চাইছে।’

এছাড়া, ‘এই বিষয়গুলো ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে’ বলে উল্লেখ করেন তিনি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=xqY6ZjgLsIU

রাকিব

আরো পড়ুন  

×