
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে আজ শনিবার (১০ মে) বিকাল ৩টায় শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন। সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টেও চলবে একই কর্মসূচি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের আইন বিধান যুক্ত করতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত ঘোষণা করা হচ্ছে।
ইমরান