ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

রাফায় ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলে ‘জাহান্নামের দরজা’ খুলল হামাস!

প্রকাশিত: ০৫:৩২, ১০ মে ২০২৫

রাফায় ইসরায়েলি সেনাদের ফাঁদে ফেলে ‘জাহান্নামের দরজা’ খুলল হামাস!

ছবি: প্রতীকী

দীর্ঘ দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে আবারও ভয়াবহ রণহুঙ্কারে মুখর হয়ে উঠেছে গাজা উপত্যকা। দখলদার ইসরায়েলের আধুনিক যুদ্ধাস্ত্রের সামনে অবিরাম প্রতিরোধ গড়ে তুলছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। নির্বিচারে বোমা বর্ষণে গাজার জনপদ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। তবে এ প্রতিকূল পরিস্থিতির মাঝেও আত্মত্যাগ ও গেরিলা কৌশল নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা।

ইসরায়েলি সেনাবাহিনী যখন সামনের সারিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তখন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা ধ্বংসস্তূপ, ভবনের ছাদ কিংবা অন্ধকার গলিপথ থেকে আচমকা হামলা চালাচ্ছে। তাদের এ ধরনের অপ্রত্যাশিত আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। একাধিক অভিযানে দেখা গেছে, গেরিলা হামলার পরপরই দ্রুত স্থান ত্যাগ করে নিরাপদে সরে যাচ্ছে হামাসের সদস্যরা, যেন তারা যুদ্ধক্ষেত্রে ‘মরণের দূত’।

বুধবার (৭ মে) গাজার রাফার পূর্বাঞ্চলে অবস্থিত আল-মাশরু জংশনের কাছে একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুটি শক্তিশালী টিবিজি রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হন। এরপর সংঘর্ষে অংশ নেওয়া যোদ্ধারা সরাসরি গুলিবর্ষণ করে অবশিষ্ট সেনাদের নিস্তেজ করে দেয়।

একই এলাকায় ইসরায়েলি পদাতিক বাহিনীর একটি টহল দল বিস্ফোরকের ফাঁদে পড়ে। ১০ জন সেনা এবং দুটি সামরিক কুকুর নিয়ে আসা দলটি ‘কিলজোন’-এ প্রবেশ করতেই একাধিক বিস্ফোরণ ঘটায় প্রতিরোধ যোদ্ধারা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পরে সেখানে হেলিকপ্টার মোতায়েন করে আহতদের সরিয়ে নেয় আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)।

দক্ষিণ গাজার আল ফোখারী এলাকায় একটি সড়কে মাইন বিস্ফোরণে ইসরায়েলি সামরিক সাজোয়াজানের একটি বহর ধ্বংস হয়ে যায়। এরপর সেখানে একাধিক মটারশেল ছুড়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে হামাস যোদ্ধারা। তাদের দাবি, হতাহতদের সরাতে একাধিকবার হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে।

এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেড জানায়, “এই হামলাগুলো ইসরায়েলি বাহিনীর জন্য ‘জাহান্নামের দরজা’ খুলে দিয়েছে। প্রতিরোধ চলবে যতক্ষণ না পর্যন্ত মাতৃভূমি মুক্ত হয়।”

সংগঠনটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পূর্ব রাফার একটি মসজিদের কাছাকাছি স্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর একাধিক আক্রমণ চালানো হয়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=v7neGZuFLyI

রাকিব

×