ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভোরের নামাজের পরই পাকিস্তানের পাল্টা হামলা, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

প্রকাশিত: ০৭:২২, ১০ মে ২০২৫

ভোরের নামাজের পরই পাকিস্তানের পাল্টা হামলা, একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

ছবি: সংগৃহীত

শনিবার ভোরে ফজরের নামাজের পরপরই পাকিস্তান তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন আল–জাজিরার ইসলামাবাদ প্রতিনিধি ওসামা বিন জাভেদ।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের সামরিক সূত্রের বরাতে বলা হচ্ছে, ভারতজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানছে পাকিস্তানের সামরিক বাহিনী।

এর আগে পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘ভারতীয় আগ্রাসনের’ জবাবে তারা ‘অপারেশন বুনিয়ান মারসুস’ নামের সামরিক প্রতিক্রিয়া শুরু করেছে।

এই অভিযানের আওতায় ভারতীয় ভূখণ্ডে অবস্থিত উধমপুর ও পাঠানকোটের দুটি বিমানঘাঁটি এবং পাঞ্জাবের বেয়াসে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সামরিক বাহিনী।

এই অভিযান ঘিরে উপমহাদেশে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

 

এসএফ

×