ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

জানলে অবাক হবেন এই ১০টি প্রাণীর রক্ত লাল নয়

প্রকাশিত: ০৯:৪৫, ১০ মে ২০২৫

জানলে অবাক হবেন এই ১০টি প্রাণীর রক্ত লাল নয়

ছবি: সংগৃহীত

প্রাণিজগতে রক্ত শুধু লাল নয়—নীল, সবুজ, বেগুনি এমনকি স্বচ্ছও হতে পারে। ভিন্ন ভিন্ন প্রোটিন ও উপাদানের কারণে এমন রঙের পার্থক্য ঘটে। চলুন জেনে নিই এমন ১০টি আকর্ষণীয় প্রাণী সম্পর্কে, যাদের রক্ত লাল নয়:

১. হর্সশু ক্র্যাব
এই প্রাচীন সামুদ্রিক আর্থ্রোপডের রক্ত নীল। কারণ এদের রক্তে হিমোসায়ানিন নামে এক প্রোটিন থাকে, যাতে লৌহের বদলে তামা থাকে। এদের রক্ত ব্যাকটেরিয়া সনাক্তকরণে চিকিৎসাবিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২. অক্টোপাস
অক্টোপাসের রক্তও নীল, কারণ এদের শরীরেও হিমোসায়ানিন থাকে। এটি গভীর সাগরের অক্সিজেন-স্বল্প পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে।

৩. আইসফিশ
অ্যান্টার্কটিকার ঠাণ্ডা পানিতে বসবাসকারী এই মাছের রক্ত স্বচ্ছ। এদের রক্তে হিমোগ্লোবিন নেই, তারা সরাসরি রক্তরসের মাধ্যমে অক্সিজেন শোষণ করে বেঁচে থাকে।

৪. জোঁক
কিছু প্রজাতির জোঁকের রক্ত সবুজ। এর কারণ হলো ক্লোরোক্রুয়েরিন নামের এক বিশেষ রঞ্জক, যা হিমোগ্লোবিনের মতো কাজ করে।

৫. সি-কিউকাম্বার
গভীর সমুদ্রের এই প্রাণীগুলোর রক্ত সবুজ। এদের রক্তে ভ্যানেডিয়াম ও অন্যান্য বিরল উপাদান উচ্চমাত্রায় থাকে।

৬. পিনাট ওয়ার্ম
কিছু পিনাট ওয়ার্মের রক্ত বেগুনি। হিমেরিথ্রিন নামের এক উপাদান এতে থাকে, যা অক্সিজেনযুক্ত হলে বেগুনি রঙ ধারণ করে।

৭. ব্রাকিওপড
ঝিনুকের মতো দেখতে এই সামুদ্রিক প্রাণীদের রক্তও বেগুনি, হিমেরিথ্রিনের উপস্থিতির জন্য। ঠাণ্ডা পানিতে অক্সিজেন বহনে এটি কার্যকর।

৮. মাকড়সা
বেশিরভাগ মাকড়সার রক্ত নীল, কারণ এদের দেহেও হিমোসায়ানিন থাকে, যা অক্টোপাস ও হর্সশু ক্র্যাবের মতোই।

৯. বিচ্ছু
বিচ্ছুর রক্তও নীল। এতে তামা-ভিত্তিক হিমোসায়ানিন থাকে, যা মরুভূমির অক্সিজেনস্বল্প পরিবেশেও টিকে থাকতে সাহায্য করে।

১০. টিউনিকেটস (সি-স্কোয়ার্ট)
কিছু টিউনিকেটের রক্ত সবুজ বা হলদেটে হয়, যাতে ভ্যানেডিয়াম যৌগ থাকে। বিজ্ঞানীদের কাছেও এটি এখনো এক রহস্য।

এই প্রাণীগুলোর উদাহরণ আমাদের দেখায়, কীভাবে বিবর্তন পরিবেশের চাহিদা অনুযায়ী এমনকি রক্তের রঙও পরিবর্তন করে নিয়েছে।

 

সূত্র: https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/web-stories/10-animals-whose-blood-is-not-red/photostory/120963502.cms

আবীর

×