
.
পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় শুক্রবার বিক্ষোভ সমাবেশ, মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এ সময় তারা আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ ও তাদের বিচারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে মোড়ের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্র-জনতা, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না হলে রাজপথের আন্দোলন বন্ধ হবে না।
এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা প্রথমে চকবাজারের গুলজার মোড়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ জানায়। সেখান থেকে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। রাত তিনটা পর্যন্ত নেতাকর্মীরা সেখানে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
শুক্রবার হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির আমির এবং মহাসচিব বলেন, আমরা বিনাবিচারে গণহত্যাকারী আওয়ামী স্বৈরাচারের দোসরদের পালিয়ে যাওয়ার সুযোগ প্রদানের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সহস্র্রাধিক শহীদের প্রাণের বিনিময়ে ইতিহাসের অন্যতম সফল গণঅভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু নজিরবিহীন জনসমর্থন থাকা সত্ত্বেও জুলাই বিপ্লবের প্রথম দাবি শাপলা চত্বর ও জুলাইর গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে গড়িমসি করছে তারা। আমরা মানবতার শত্রু আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দ্রুত নিষিদ্ধ ও বিচারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীসহ সমগ্র ছাত্র-জনতাকে রাজপথে থাকার আহ্বান করছি।
হেফাজত নেতারা আরও বলেন, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার দ্রুত বিচারসহ জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। আধিপত্যবাদী ভারতের এজেন্ট আওয়ামী লীগ আবার সুযোগ পেলে ফ্যাসিবাদবিরোধী কোনো পক্ষকেই রেহাই দেবে না। তাই জনগণের আকাক্সক্ষা ও দাবির সঙ্গে এক হয়ে আওয়ামী লীগ প্রশ্নে সব রাজনৈতিক দলকেও সিদ্ধান্ত নিতে হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ॥ আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের ব্যানারে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
খুলনা ॥ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শুক্রবার বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা শিববাড়ির মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারপর শুরু হয় মিছিল। মিছিলটি শিববাড়ির মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়লাপোতা মোড়ে শেষ হয়।
নড়াইল ॥ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে নড়াইল-ঢাকা সড়কের মালিবাগ এলাকায় বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি সিমাখালী এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সড়কের ওপর কিছু সময় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় সড়কের দুই পাশে অল্প সময়ের জন্য সামান্য যানজটের সৃষ্টি হয়।
প্যানেল