ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সাপের ছোবলই যাকে করল অমর!

প্রকাশিত: ২১:২৫, ৮ মে ২০২৫

সাপের ছোবলই যাকে করল অমর!

ছবি: সংগৃহীত

গত ১৮ বছর ধরে ইচ্ছাকৃতভাবে শতাধিক বিষধর সাপের কামড় সহ্য করেছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা টিম ফ্রিড। সাপের বিষে ধীরে ধীরে শরীরে সহনশীলতা গড়ে তুলতেই এই ভয়ংকর পরীক্ষা চালিয়ে আসছিলেন তিনি।

তার ব্যতিক্রমী এই অভিজ্ঞতা ও রক্ত থেকে সম্প্রতি দুটি অ্যান্টিবডি শনাক্ত করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, যা বহু প্রজাতির সাপের বিষ একসাথে নিষ্ক্রিয় করতে সক্ষম। গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রভাবশালী বিজ্ঞান সাময়িকী সেল-এ।

গবেষকরা জানিয়েছেন, এই অ্যান্টিভেনম এখনো শুধুমাত্র ইঁদুরের ওপর পরীক্ষিত, মানবদেহে প্রয়োগের জন্য আরও সময় ও গবেষণা প্রয়োজন। তবে এটি মাম্বা ও কোবরা জাতীয় সাপের বিষ প্রতিরোধে কার্যকর হলেও ভাইপার গোত্রের বিষের ক্ষেত্রে অকার্যকর।

টিম ফ্রিড বর্তমানে সেন্টিভ্যাক্স নামক একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত, যারা গবেষণার অর্থায়নেও সহায়তা করছে। যদিও তার এই উদ্যোগ অনেক প্রাণ বাঁচাতে পারে, তবুও সতর্ক করে তিনি বলেন— “এটি কেউ অনুকরণ করার চেষ্টা করবেন না।”


সূত্র: https://thefrontierpost.com/meet-the-man-who-let-snakes-bite-him-for-18-years-to-save-lives/

আবীর

×