ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও যে বড় ক্ষতির মুখে পড়ল ফ্রান্স

প্রকাশিত: ১৪:০৫, ৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধে না জড়িয়েও যে বড় ক্ষতির মুখে পড়ল ফ্রান্স

ছবি: সংগৃহীত।

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় সরাসরি জড়িত না থাকলেও বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। বিশেষ করে, ফরাসি যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের শেয়ারদর হঠাৎ ৬ শতাংশ হ্রাস পাওয়ায় আলোচনায় এসেছে বিষয়টি।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল জেট।

পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়, মঙ্গলবার (৬ মে) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চলা সংঘর্ষে পাকিস্তান বিমানবাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। এর মধ্যে তিনটি ছিল রাফাল—যা নির্মাণ করেছে ফরাসি কোম্পানি দাসো অ্যাভিয়েশন।

এই খবরে বুধবার (৭ মে) কর্মদিবসের শুরুতেই দাসো অ্যাভিয়েশনের শেয়ারে ধস নামে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শেয়ারদর ৬ শতাংশ কমে যায়। যদিও দাসো বা ভারতের পক্ষ থেকে রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও বাজারে গুজব ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে পড়েন।

দাসো অ্যাভিয়েশনের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের শুরুতে প্রতিষ্ঠানটির স্টক ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৩৩২.২০ ইউরোতে পৌঁছায়, যা পূর্ববর্তী সময়ের তুলনায় ৫৯.৪৩ শতাংশ বৃদ্ধিকে নির্দেশ করে। এ উল্লম্ফনের কারণ হিসেবে বিশ্বজুড়ে প্রতিরক্ষা খাতে উচ্চ চাহিদা ও রাফাল জেটের উচ্চ পারফরম্যান্সকে দায়ী করা হয়।

তবে এক দিনে ৬ শতাংশ দরপতনের কারণ সম্পর্কে আর্থিক সংবাদ সংস্থাগুলো এখনো নির্দিষ্ট করে কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, ভারতের রাফাল জেট ধ্বংসের খবরের প্রতিক্রিয়াতেই বিনিয়োগকারীরা দাসো-তে আস্থা হারাচ্ছেন।

এদিকে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা নিয়ে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতি ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পেও যে প্রভাব ফেলছে, দাসো-র এই শেয়ারদর পতন তারই ইঙ্গিত।

নুসরাত

আরো পড়ুন  

×