ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক প্রশস্তকরণের চূড়ান্ত খবরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ০৩:৩৯, ৮ মে ২০২৫; আপডেট: ০৩:৩৯, ৮ মে ২০২৫

ভাঙ্গা-কুয়াকাটা সড়ক প্রশস্তকরণের চূড়ান্ত খবরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য পোস্ট

ছবিঃ সংগৃহীত

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক ফোরলেন করার সরকারের সিদ্ধান্তের খবরে সাগরপারের জনপদ কলাপাড়ার পায়রা বন্দরসহ কুয়াকাটা পর্যটন এলাকায় সকল শ্রেণি পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যেন প্রাণের দাবি পুরণের একটি দিন। এই জনপদের মানুষ যেন তাদের প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মিল খুঁজে পেয়েছেন। 

জানা যায়, এই সড়ক পথে  এখান থেকে প্রতিদিন ঢাকাগামী দূরপাল্লার দেড় শতাধিক বাস চলাচল করছে। পদ্মা সেতু চালুর পরে যোগাযোগ ব্যবস্থায় অত্যাধুনিক সেবা সংবলিত বাস চলাচল বেড়েছে। পাশাপাশি কুয়াকাটা ও পায়রাবন্দরের সঙ্গে যোগাযোগ মাধ্যমের গুরুত্ব আগের চেয়ে অনেকাংশে বেড়েছে। এ সড়কটি অপ্রশস্ত থাকার কারণে দূর্ঘটনার পাশাপাশি কখনও কখনও যানজটে পড়তে হয়। তারপরও কোনো বিকল্প উপায় না পেয়ে বাধ্য হয়ে একমাত্র পথ এসড়কে পর্যটকসহ সাধারণ মানুষ চলাচল করছেন। সড়কটি প্রশস্তকরণের দাবি ছিল দীর্ঘ দিনের। অবশেষে সেই দাবি পুরণের সরকারের চুড়ান্ত সিদ্ধান্তের খবরে গোটা মধ্য উপকূলজুড়ে মানুষ উচ্ছ্বসিত হয়ে আছেন। মানুষ সরকারকে অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করছেন। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি মোতালেব শরীফ জনকণ্ঠকে জানান, বর্তমান সরকারের এমন পদক্ষেপে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলাপাড়া- কুয়াকাটা  তথা এখানে আসা পর্যটকদের দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণের খবরে সবাই স্বস্তি প্রকাশ করেন। 

কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, তাদের প্রাণের দাবি ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক প্রশস্তকরণের খবরটি তাদের দীর্ঘ দিনের আকাঙ্খার প্রতিফলন বলে মনে করছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন সভাপতি নাজমুস সাকিব জানান, আমাদের জন্য এই মুহূর্তে এর চেয়ে আর কোন খুশির খবর হতে পারে না। আমাদের দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

মোট কথা দক্ষিণ জনপদের সকল শ্রেণির মানুষের প্রাণের এই দাবি পূরণের খবরটি সর্বত্র আলোচনা চলছে। 

ইমরান

×