
ছবি: সংগৃহীত
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, আলেম ও শিক্ষক আশরাফ মাহদী আযহারী বলেন, ‘শেখ হাসিনাকে যিনি কওমি জননী উপাধি দেন, তিনি হেফাজতে ইসলামীর নেতা নন।’
‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে ‘নারীর অধিকার: দৃষ্টি ও ভঙ্গি’ শীর্ষক আলোচনায় শেখ হাসিনা ‘কওমি জননী’ উপাধি দেওয়া ব্যক্তি হেফাজতে ইসলামের কোনো নেতা ছিল না উল্লেখ করে আশরাফ মাহদী বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কওমি মাদ্রাসার সনদকে কেন্দ্র করে শেখ হাসিনা যে রাজনীতিটা করতে চেয়েছিল, সে দেখাতে চেয়েছিল যে কওমি মাদ্রাসার অংশটা আমার সাথে আছে।’
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৬ বছরে অনেকবার এমন ‘রাজনীতি’ করার চেষ্টা করেছে বলে জানান এনসিপি নেতা আশরাফ মাহদী। তিনি বলেন, ‘সেই সময়ও কিন্তু আলেম-ওলামাদের মধ্যে বড় একটা অংশ বিদ্রোহ করেছে এবং আমাদের একটা ক্যাম্পেইন ছিল তখন, শোকরানা মাহফিল বর্জন করুন।’
এছাড়া, ‘শোকরানা মাহফিল বর্জন’ ক্যাম্পেইনের অংশ হওয়ায় পরবর্তী সময়ে তিনিসহ যারা ক্যাম্পেইনের নেতৃত্বে ছিলেন, তাদের ওপর দিয়ে নানা রকম জুলুম-জেল-নির্যাতন-নিপীড়ন, এমনকি গুম হতে হয়েছে বলে জানান আশরাফ মাহদী।
সূত্র: https://www.facebook.com/share/r/1DfLH8K1SD/
রাকিব