ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য সুখবর

প্রকাশিত: ২১:০৪, ৮ মে ২০২৫; আপডেট: ২১:০৪, ৮ মে ২০২৫

মালয়েশিয়াতে বাংলাদেশিদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য এসেছে আশাজাগানিয়া এক খবর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ এবং নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তনের পথ উন্মুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক যৌথ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়েছে, যেসব বাংলাদেশি বর্তমানে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন, তারা এবার আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধতার আওতায় আসার সুযোগ পাবেন। শুধু তাই নয়, কর্মীরা চাইলে তাদের বর্তমান নিয়োগ প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য প্রতিষ্ঠানে কাজ করার সুযোগও পাবেন।

বৈঠক শেষে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন সাংবাদিকদের জানান, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কোনো নিয়োগকর্তার অবহেলা বা দায়িত্বে ব্যর্থতার কারণে কর্মীদের ক্ষতির সম্মুখীন হতে হলে, সংশ্লিষ্ট নিয়োগকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তাদের নতুন করে বিদেশি কর্মী নিয়োগের কোটা চাওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

বৈঠকে আরও জানানো হয়, মালয়েশিয়ায় প্রায় ১০ লাখ বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি দেশটির সরকার।

এসএফ 

×