ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে আরআরটি টিমের নিরলস চেষ্টা

এহসান আহমাদ নোমান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, বরগুনা

প্রকাশিত: ০৯:২৯, ২৮ জুন ২০২৫; আপডেট: ০৯:৩২, ২৮ জুন ২০২৫

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে আরআরটি টিমের নিরলস চেষ্টা

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে আরআরটি টিমের নিরলস চেষ্টা

বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সেচ্ছাসেবকে নিয়ে গঠিত র‍্যাপিড রেসপন্স টিম (আরআরটি) অগ্রণী ভূমিকা পালন করছে। জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে দুই হাজার পাঁচশত ছাড়িয়েছে ও সর্বশেষ খবর মতে মৃত্যুর সংখ্যা ২৪ এ দাঁড়িয়েছে।

আরআরটির উদ্যোগে জেলা প্রশাসন, জাগোনারী ও বিডিক্লিনের সহযোগিতায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ও আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সেচ্ছাসেবকরা উপস্থিত হয়ে সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। পরিচ্ছন্নতা অভিযান, ফগার স্প্রে প্রদান, মশার প্রজননস্থল ধ্বংস করতে এডাল্টিসাইড প্রয়োগ, সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। এতে বরগুনার ৩০ টির বেশি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ করছে।

জাগোনারীর পরিচালক ও আরআরটি টিমের অন্যতম উদ্যোক্তা ডিউক ইবনে আমিন বলেন, “আমাদের টিম প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলে তাদের সচেতন করছে এবং জেনারেল হাসপাতালে রোগীদের অবস্থার খোঁজ নিচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস ডেঙ্গুর হটস্পট বরগুনাকে আবারো বসবাস উপযোগী করে গড়ে তুলবে।”

বরগুনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, “বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আরআরটি টিম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। সেচ্ছাসেবকদের এ কর্মযজ্ঞের মাধ্যমে পৌরসভার ডেঙ্গু পরিস্থিতি উন্নতির দিকে অগ্রসর হবে। আমরা সবাই স্ব স্ব ক্ষেত্রে সচেতন হলেই ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করতে পারবো।”

তাসমিম

×