
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ জুন) দেওয়া এক রায়ে আদালত জানায়, ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ বাস্তবায়নে অঙ্গরাজ্যগুলোর ফেডারেল আদালত আর বাধা দিতে পারবে না। ছয় বিচারকের মধ্যে তিনজন এই রায়ের পক্ষে মত দেন।
রিপাবলিকানদের মতে, এই রায় ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বিজয়। কারণ এতদিন যেসব নির্বাহী আদেশ আদালতের আদেশে আটকে ছিল, সেগুলো এখন দ্রুত বাস্তবায়ন করা যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এই রায়ের ফলে ট্রাম্পের আলোচিত এক সিদ্ধান্ত—“নথিপত্রবিহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল”—বাস্তবায়নের পথ সুগম হলো। যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী, দেশটিতে জন্ম নেওয়া যে কেউ নাগরিকত্ব পায়। কিন্তু ট্রাম্প সেই অধিকার সীমিত করতে চাইছেন।
পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ শিশু আছে যাদের বাবা-মায়ের বৈধ কাগজ নেই। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা ৫০ লাখে পৌঁছাতে পারে।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস ও ওয়াশিংটনের ফেডারেল আদালত রায় দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে সেই বাধাও কার্যত উঠে গেল।
তবে আদালতের রায় অনুযায়ী, জন্মসূত্রে নাগরিকত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ট্রাম্প নিতে পারবেন না—এমন ইঙ্গিতও রয়ে গেছে। ফলে এই বিষয়ে আরও আইনি লড়াইয়ের আশঙ্কা রয়েছে।
নুসরাত