ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো!’ যেসব কর্মসূচি ঘোষণা করেছে ‘রেড জুলাই’

প্রকাশিত: ০৯:০৫, ৯ মে ২০২৫; আপডেট: ০৯:০৭, ৯ মে ২০২৫

‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো!’ যেসব কর্মসূচি ঘোষণা করেছে ‘রেড জুলাই’

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচির ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত, নিখোঁজ অথবা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের সংগঠন ‘রেড জুলাই’।

সংগঠনটি তাদের ফেসবুক পোস্টে, সব সদস্যকে নিজ নিজ জেলায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একযোগে অবস্থান কর্মসূচি পালনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে।

এছাড়া, সব কমিটির আহ্বায়কদের একটি নির্দিষ্ট জায়গায় সদস্যদের একত্র করে, জোরালো অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনটির ফেসবুক পেজে আহ্বায়ক সাদ রহমান কর্তৃক কর্মসূচির ঘোষণা সংক্রান্ত ওই পোস্টের শেষে লেখা হয়েছে, ‘এটাই সময় এক কণ্ঠে আওয়াজ তোলার—‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো!’

 

সূত্র: https://www.facebook.com/share/15JJtHdF1Q/

রাকিব

×