ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গাজীপুরে পুলিশের ছদ্মবেশে শিক্ষকের বাড়িতে ডাকাতি

নিজস্ব সংবাদদাতা, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৮:২৪, ৯ মে ২০২৫

গাজীপুরে পুলিশের ছদ্মবেশে শিক্ষকের বাড়িতে ডাকাতি

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের কালিয়াদহ এলাকায় পুলিশ পরিচয়ে শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে। শিক্ষকসহ তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতরা নগদ টাকা, ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ওই প্রধান শিক্ষক কিছুদিন আগে উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরে যান।এরপর তিনি তার স্ত্রী, দুই ছেলে ও এক ছেলের বউ নিয়ে তার বাড়িতে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু হঠাৎ করে গভীর রাত ৩টার দিকে পুলিশ পরিচয় দিয়ে তাদের দরজায় কড়া নারে একদল ডাকাত। পুলিশ পরিচয় দিলে স্বাভাবিকভাবে তাদের ঘরের দরজা খুলেন সাবেক ওই প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। কিন্তু দরজা খুলতেই সংবদ্ধ ডাকাতদল সাবেক ওই প্রধান শিক্ষক ও তার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। 

পরে তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এতে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকসহ তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে পরের দিন শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

কালিয়াকৈর থানার পুলিশ অপারেশন ওসি যোবায়ের আহম্মেদ জানান, ‘সাবেক ওই প্রধান শিক্ষকের ডাকাতির খবর পেয়ে সেখানে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরাজ খান

×