ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

নিজ ভূখণ্ডেই ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত: পাকিস্তান সেনাবাহিনীর দাবি

প্রকাশিত: ০৩:১৩, ১০ মে ২০২৫; আপডেট: ০৩:১৪, ১০ মে ২০২৫

নিজ ভূখণ্ডেই ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত: পাকিস্তান সেনাবাহিনীর দাবি

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, ভারত নিজেদের ভূখণ্ডে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

শনিবার (১০ মে) ভোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল তাদের নিজেদের ভূখণ্ডে অবস্থিত শিখ সম্প্রদায়ের একটি এলাকা।

তিনি আরও দাবি করেন, ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি আছড়ে পড়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী শহর অমৃতসরে এবং একটি ক্ষেপণাস্ত্র পড়ে আদমপুরে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্রঃ আল জাজিরা

ইমরান

×