ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

নতুন যুদ্ধ সঙ্গীত প্রকাশ করলো পাকিস্তান: ‘তায়্যার হ্যায় হাম–আল্লাহু আকবার’

প্রকাশিত: ০৪:১৫, ১০ মে ২০২৫; আপডেট: ০৪:১৫, ১০ মে ২০২৫

নতুন যুদ্ধ সঙ্গীত প্রকাশ করলো পাকিস্তান: ‘তায়্যার হ্যায় হাম–আল্লাহু আকবার’

ছবি: গানের ভিডিওচিত্র থেকে নেওয়া স্ক্রিনশট

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনী একটি নতুন যুদ্ধ সঙ্গীত প্রকাশ করেছে—‘তায়্যার হ্যায় হাম–আল্লাহু আকবার’। পাকিস্তান আইএসপিআর-এর (Inter-Services Public Relations) ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটি অল্প সময়েই পাকিস্তানিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সঙ্গীতটিতে মিলেছে আবেগ, সামরিক উন্মাদনা এবং ধর্মীয় অনুপ্রেরণার মিশেল। গানটির প্রতিটি লাইনে উচ্চারিত হয়েছে এক ধরনের দৃঢ় সংকল্প—‘আমরা আল্লাহর কৃপায় জয়ী, যুদ্ধের জন্য প্রস্তুত’। এটি পাকিস্তানি জনসাধারণ ও সেনাবাহিনীর মধ্যে ঐক্য, মনোবল ও প্রস্তুতির বার্তা ছড়িয়ে দিচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এর মতে, এই সঙ্গীতের মাধ্যমে পাকিস্তান ভারতকে স্মরণ করিয়ে দিচ্ছে যে, সে এমন এক জাতির মুখোমুখি, যারা ‘নিজেদের শক্তি ভুলে যায় না’। গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে দ্রুতগামী যুদ্ধ বাহিনী, আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষিত সৈনিকদের দৃশ্য।

গানটির প্রতিটি ছন্দে প্রতিফলিত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মূলমন্ত্র, ‘ঈমান, তাকওয়া ও আল্লাহর পথে জিহাদ’। ‘আল্লাহু আকবার’ এর দৃপ্ত উচ্চারণ গানটির আবেগঘন রূপকে আরও তীব্র করে তোলে। এটি শুধু যুদ্ধের আহ্বান নয়, বরং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ একটি জাতির বার্তাও।

সঙ্গীতটি এমন এক সময়ে এসেছে যখন দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে। সীমান্তে ড্রোন ধ্বংস, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি এবং কূটনৈতিক যোগাযোগ স্থগিত হওয়া—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক।

 

গানটি দেখুন: https://www.youtube.com/watch?v=eHcO0N1USr8

রাকিব

×