ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ভারতের হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত: ০৫:৫৭, ১০ মে ২০২৫

ভারতের হামলার পর আকাশসীমা বন্ধ ঘোষণা পাকিস্তানের

ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে এই সিদ্ধান্ত জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA)।

পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের জারি করা ‘নোটিশ টু এয়ারম্যান’ (NOTAM)-এ বলা হয়েছে, স্থানীয় সময় ৩টা ১৫ মিনিট (গ্রিনিচ মান সময় রাত ১০টা ১৫) থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কিংবা বেসামরিক বিমান পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষিতে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, শনিবার ভোররাতে ভারতের বিমানবাহিনী একযোগে রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেস এবং চকওয়ালের মুরিদ এয়ারবেসে ‘এয়ার-টু-সারফেস মিসাইল’ দিয়ে হামলা চালিয়েছে।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলায় তাদের কোনো মূল সামরিক সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। সব ঘাঁটির “সব সম্পদ নিরাপদ রয়েছে” বলেও তারা নিশ্চিত করেছে।

চলমান এই উত্তেজনার মধ্যে দেশের নিরাপত্তা ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই পাকিস্তান এয়ারস্পেস সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এসএফ

×