
ছবি: সংগৃহীত
মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। ৩৫ বলে সেঞ্চুরি করে রাতারাতি ক্রিকেটবিশ্বের নজর কাড়েন এই কিশোর ক্রিকেটার। তবে এত দুর্দান্ত পারফরম্যান্সের পরও ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ আপাতত পাচ্ছেন না বৈভব। কারণ, আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে খেলতে হলে খেলোয়াড়ের ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর।
গত ২৮ এপ্রিল জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে বৈভব মাত্র ৩৫ বলে শতরান করে আইপিএলে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ানের রেকর্ড গড়েন। ম্যাচ শেষে প্রশংসায় ভাসেন কোচ দ্রাবিড়, রোহিত শর্মা, শচীন টেন্ডুলকরসহ অনেক কিংবদন্তির কাছ থেকে। আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল রাজস্থান। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারে প্রশিক্ষণের সময়ই নির্বাচকদের নজরে আসেন তিনি।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বয়সসীমা সংক্রান্ত আইসিসির নিয়ম বৈভবের পথ রুদ্ধ করে রেখেছে। আগামী ২০২৬ সালের ২৭ মার্চ তার বয়স হবে ১৫, অর্থাৎ তখনই তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য যোগ্যতা অর্জন করবেন। তবে কিছু বিশেষ ক্ষেত্রে আইসিসি এই নিয়মে ছাড় দেয়। যথেষ্ট মানসিক পরিপক্বতা, শারীরিক সক্ষমতা এবং অভিজ্ঞতা থাকলে খেলোয়াড়রা বিশেষ অনুমতির মাধ্যমে জাতীয় দলে সুযোগ পেতে পারেন। সে হিসেবে টি-২০ বিশ্বকাপে বৈভবের খেলার সম্ভাবনা এখনও একেবারে শেষ হয়ে যায়নি।
ইতিপূর্বে ১৫ বছরের কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন পাকিস্তানের হাসান রাজা, কুয়েতের মিত ভাবসার এবং রোমানিয়ার মারিয়ান ঘেরাসিম। সুতরাং, বৈভবের ক্ষেত্রেও সে নজির প্রয়োগ সম্ভব।
বর্তমানে বৈভবকে নিয়ে ভারতের পরিকল্পনা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ঘিরে। চলতি বছরের জুনে ইংল্যান্ড সফরে ৫টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল, যেখানে বৈভবকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরি করে কনিষ্ঠতম যুব ক্রিকেট সেঞ্চুরিয়ান হিসেবে খ্যাতি পান বৈভব। এছাড়া ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৭৬ রান এবং একটি অনবদ্য অপরাজিত ৩৩২ রানের ট্রিপল সেঞ্চুরিও রয়েছে এই বিস্ময়বালকের ঝুলিতে।
বৈভব সূর্যবংশীর গল্প যেন শুরুর আগেই কিংবদন্তির ছোঁয়া। এখন দেখার বিষয়, আইসিসির নিয়মে ছাড় পেয়ে তিনি কবে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন।
এসএফ