
ছবি: সংগৃহীত
কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ৭ মে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযানে রাজনৈতিক ও সামরিক মহলে যেমন প্রতিক্রিয়া দেখা গেছে, তেমনি প্রভাব ফেলেছে বিনোদন জগতেও। বলিউডের একাধিক তারকা ভারতের এই পদক্ষেপকে সমর্থন করলেও ভিন্ন সুর শোনা গেছে ওপার বাংলার খ্যাতনামা সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।
ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলায়, সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে উদ্বেগ প্রকাশ করেছে তিনি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নচিকেতা বলেন, ‘যুদ্ধ হলে ক্ষতিটা কার হবে? সাধারণ মানুষের। রাজনীতিবিদ বা শিল্পপতিরা তো মাঠে নামবেন না।’
নচিকেতার মতে, ইতিহাসের প্রায় প্রতিটি যুদ্ধের পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থ ও বাণিজ্যিক পরিকল্পনা। তিনি বলেন, ‘সারা পৃথিবীর যত যুদ্ধ হয়েছে, সবই স্পনসর করা, কারও না কারও লাভের জন্য। আদর্শের লড়াই নয়, বরং ব্যবসার খেলা।’
তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ টেনে বলেন, ‘তখন রকফেলারদের তেল কোম্পানি জার্মানি ও ইতালিকে জ্বালানি সরবরাহ করত। যুদ্ধের নামে তখনও চলেছে ব্যবসা।’
নচিকেতার গানে যেমন ফুটে ওঠে সমাজের প্রান্তিক মানুষের কথা, তেমনি আজও তিনি যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, ‘পৃথিবী একদিন নিশ্চয়ই শান্ত হবে, কিন্তু তার আগে যুদ্ধের বাণিজ্যিক স্বার্থ ও ক্ষমতার রাজনীতি মোকাবেলা করতে হবে।’
সূত্র: https://www.youtube.com/watch?v=8hAlkUMgjvc
রাকিব