ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিশেষ চেম্বার থেকে মিলছে মাদক ও গুলি, আতঙ্কিত এলাকাবাসী

প্রকাশিত: ০৯:০৫, ১০ মে ২০২৫

বিশেষ চেম্বার থেকে মিলছে মাদক ও গুলি, আতঙ্কিত এলাকাবাসী

ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এক বাসায় র‍্যাবের অভিযানে টেবিলের অবয়বে তৈরি বিশেষ কাঠের চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, গুলি ও মাদক বিক্রির দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে জাল টাকাও পাওয়া গেছে।

শুক্রবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‍্যাব-২ এ অভিযান চালিয়ে ওই বাসা থেকে তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—মোহাম্মদ সাগর, আসিফ ও হেলাল।

র‍্যাব-২ এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সাগর স্বীকার করেছে, সে এ চক্রের মূলহোতা এবং গাড়িচালকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে মাদক ও গুলির ব্যবসা চালিয়ে আসছে। তার নিজ মালিকানাধীন তিনটি গাড়ি রয়েছে, যেগুলোর মাধ্যমে ফলের কার্টুনে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা পরিবহন করত। পরে সেগুলো নির্ভরযোগ্য সহযোগীদের মাধ্যমে বাজারজাত করত।

মোহাম্মদপুরে শুধু মাদক নয়, সম্প্রতি ছিনতাই, গুলি, কুপিয়ে আহত করা ও ডাকাতির মতো ঘটনাও নিয়মিত ঘটছে। চাঁদা না পেয়ে শীর্ষ সন্ত্রাসীদের গুলির ঘটনাও ঘটেছে একাধিকবার।

একজন আতঙ্কিত এলাকাবাসী বলেন, “আগে সন্ধ্যার পর একা বাসায় ফিরতে পারতাম, এখন আর সাহস হয় না।” আরেকজন বলেন, “রাতের অন্ধকারে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। সরকারকে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।”

র‍্যাব জানায়, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত রাখতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে ধারাবাহিক অভিযান চলছে। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। গত আট মাসে শুধু র‍্যাবই প্রায় ৫০০ অপরাধীকে গ্রেফতার করেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=N4U_kDE16Bc

আবীর

আরো পড়ুন  

×