ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পশুসহ ১ জন গ্রেফতার 

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২:১৭, ১০ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পশুসহ ১ জন গ্রেফতার 

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ জন আসামিসহ ভারতীয় রাজস্থানী তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপ আটক করেন। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার (৯ মে) আনুমানিক ১১:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরাইল এর উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্কফোর্স অভিযানে ১জন আসামিসহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ছাগল-৩২টি, দুম্বা- ১০টি, মাঝারি ট্রাক- ১টি এবং পিকআপ-১টি আটক করতে সক্ষম হয়।

আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক সিজার মূল্য ২,৪৭,০০,০০০ টাকা। 

আটককৃত আসামি হলেন- মোঃ ইয়াকুব আলী (২৯), পিতাঃ মোঃ আহাদ আলী, পোটখালী, বালন্ডা, শারশা, যশোর।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আটককৃত আসামিসহ ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপসহ সরাইল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে ছাগল ও দুম্বাসহ অন্যান্য যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।

এএইচএ

×