ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ||

প্রকাশিত: ১৫:১১, ১০ মে ২০২৫

কুড়িগ্রামে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত।

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজীপাড়া গ্রামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) ভোরে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী জান্নাতুন মিম (১৫) কাগজীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং স্থানীয় জাহিদুল ইসলামের মেয়ে।

গ্রামবাসীরা জানান, ভোরে ক্ষেতের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত মিমের বাবা জাহিদুল ইসলামের সঙ্গে একই গ্রামের মকবুল পাটোয়ারীর ৩৯ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকবার সংঘর্ষও হয়। ধারণা করা হচ্ছে, এই জমি বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যার আগে ধর্ষণের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, "মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে জোর তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।"

নুসরাত

×