
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজপথে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাইয়ে নিহত এক শহীদের স্ত্রী ফাতেহা। তিনি দাবি করেন, তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এখন পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি।
ফাতেহা বলেন, "আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, এখন আমার সন্তানকে নিয়ে আমি কীভাবে সামনে এগোব? চার মাসের গর্ভে থাকা অবস্থায় স্বামীকে হারিয়েছি, এখন সন্তান পাঁচ মাসে চলছে। তাকে কী জবাব দেব?"
তিনি আরও বলেন, "যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি হওয়া দরকার। আমি চাই আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি হোক।"
ফাতেহা দাবি করেন, আওয়ামী লীগ এ দেশের জন্য বিপজ্জনক এবং তিনি চান, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তার ভাষায়, "এই দেশে আর কোনো আওয়ামী লীগ নেতা থাকতে পারবে না। যদি কেউ থেকে থাকে, তাদের আইনের আওতায় আনা হোক।" আর নিষিদ্ধের দাবিতে তাদের যে আন্দোলন করতে হচ্ছে এজন্য তার নিজের কাছে লজ্জা লাগছে।
তিনি সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, তার সন্তানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও আর্থিক সহায়তা দেওয়া হোক। “আমার স্বামী শহীদ হয়েছেন। তার পরিবার হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে সম্মান ও সহায়তা আশা করি,” বলেন তিনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16QaSX2Xta/
মারিয়া