ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

শামীম রায়হান, দাউদকান্দি

প্রকাশিত: ২০:৫৭, ১০ মে ২০২৫

হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

ছবি: দৈনিক জনকন্ঠ

"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫  উদ্‌যাপন করা হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত বক্তৃতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মদ মোফাচ্ছের।

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তারের সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত
ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো: নজরুল ইসলাম, হোমনা প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: হুমায়ুন কবির, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মনিরুজ্জামান মনির, প্রধান শিক্ষক খাইরুন্নেছা, হালিমা বেগম, সহকারী শিক্ষক আফরোজা বেগম সুমী, মো: কাজল, মোল্লা শোকতারা, অঞ্জনা সূত্রধর সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  

শিক্ষা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, সহকারী শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শান্তিরঞ্জন সূত্রধর, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহিদ হাসান দাদন, আল আরাফ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মিরাজ খান

×