ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে "জুলাই ঘোষণাপত্র" সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে : সাদিক কায়েম

প্রকাশিত: ০০:৩২, ১১ মে ২০২৫; আপডেট: ০০:৩৩, ১১ মে ২০২৫

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে লাল সালাম ও অন্তরের অভিনন্দন জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। নিজের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “প্রচণ্ড দাবদাহ ও ষড়যন্ত্রের অতল স্রোত ভেদ করে ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে—বাংলাদেশের মাটি ফ্যাসিবাদ মেনে নেয় না।”   

সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের জন্য এই ভূখণ্ডে কোনো স্থান নেই। তাদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অস্তিত্ব চিরতরে মুছে দিতে হবে।”

তিনি দাবি করেন, “আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং ‘জুলাই ঘোষণাপত্র’ জারি করে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।”

তার ভাষ্য, “কোনো প্রকার গেইম কিংবা ষড়যন্ত্র করলে ছাত্র-জনতার উত্তাল তরঙ্গ ফ্যাসিবাদ ও তার দোসরদের ভাসিয়ে নিয়ে যাবে।”  

আসিফ

×