
ছবিঃ সংগৃহীত
আধুনিক প্রযুক্তির শিখরে থাকা বর্তমান বিশ্বে প্রতিনিয়তই উদ্ভাবিত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা হার মানাচ্ছে কল্পনাকেও। এসব উদ্ভাবনের মূল লক্ষ্যই হলো মানুষের জীবনকে আরও সহজতর করা। এবার ঠিক এমনই এক অত্যাধুনিক স্মার্ট চশমার উদ্বোধন করেছে মেটা, যা চেহারা দেখে মানুষের নাম শনাক্ত করতে সক্ষম।
চলতে পথে পরিচিত কারো সঙ্গে দেখা হলে নাম মনে করতে না পারা অনেকের জন্যই অস্বস্তিকর একটি ব্যাপার। এই সমস্যার সমাধানে মেটা এনেছে নতুন স্মার্ট চশমা, যা চেহারা দেখে পরিচিত ব্যক্তির নাম বলে দিতে পারবে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট চশমাটিতে সুপার সেন্সিং ভিশন নামে একটি উন্নত সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা চেহারা শনাক্ত করে নাম জানাবে এবং ব্যবহারকারীর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট The Information-এর প্রতিবেদন অনুযায়ী, মেটা দুটি স্মার্ট চশমা প্রকল্প নিয়ে কাজ করছে, যেগুলোর কোডনেম Apparel এবং Bellini। এছাড়া দ্রুত পণ্য বাজারজাত করতে প্রতিষ্ঠানটি নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার লক্ষ্যে অভ্যন্তরীণ প্রক্রিয়া নতুনভাবে সাজিয়েছে।
এই স্মার্ট চশমা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হেইমেটা স্মার্ট লাইভ এআই কমান্ডে সক্রিয় থাকবে। এটি ব্যবহারকারীর দৈনন্দিন কার্যকলাপ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহের পাশাপাশি তাৎক্ষণিক পরামর্শও দিতে পারবে। তাছাড়া, সুপার সেন্সিং প্রযুক্তির মাধ্যমে চশমার ক্যামেরা ও সেন্সর সবসময় সক্রিয় থাকবে, যা আশপাশের পরিবেশের তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে তা ব্যবহারকারীকে জানাবে।
The Information-এর প্রতিবেদন অনুযায়ী, মেটা ইতোমধ্যে বাজারে থাকা কিছু স্মার্ট চশমায় পরীক্ষামূলকভাবে এই লাইভ প্রযুক্তি চালু করেছে। তবে পরীক্ষায় দেখা গেছে, প্রযুক্তির সকল সুবিধা সক্রিয় থাকলে স্মার্ট চশমাগুলোর ব্যাটারি ব্যাকআপ সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়।
বিশেষজ্ঞদের মতে, মেটার এই উদ্ভাবন ভবিষ্যতে যোগাযোগ ও প্রযুক্তির জগতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়—এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি মানুষকে সহায়তা করার পাশাপাশি তাদের কি প্রযুক্তি-নির্ভর এবং অলস করে তুলছে না? কারণ, ইতিহাস বলে, প্রযুক্তি মানব কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর কিছু নেতিবাচক প্রভাবও রয়েছে।
ইমরান