
“পাতলা ফোন মানেই দুর্বল পারফরম্যান্স”—অধিকাংশ ক্রেতার মনে এই ধারণার জন্মেছে। আর এর পক্ষে মত দেন অনেকেই। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ বাজারে আসছে প্রথাগত এসব ধারণা ভেঙে দিতে।
বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাওয়া ‘এ৫এক্স’ অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইনআপের অভিনব এক ডিভাইস; যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯ মিলিমিটার পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স স্যাক্রিফাইস করতে হয়—এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।
সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। অপোর ‘এ৫এক্স’-এ রয়েছে ৬০০০ এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষা উপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মডার্ন ইউজারদের যা কি না কাঙ্ক্ষিত চাওয়া।
এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে; যা কি না দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু।
বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয়, বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে—আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা, যেকোনো একটি বেছে নেওয়ার দরকার নেই; বরং আপনারা চাইলে দুটোই একসাথে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাওয়ার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।
প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না, বরং সেগুলোকে পুনর্গঠনও করে।
‘এ৫এক্স’-এর মাধ্যমে অপো আবারও প্রমাণ করছে, উদ্ভাবন বলতে শুধুমাত্র সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বোঝায় না—তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয়—এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।
বিস্তারিত মূল্য, প্রাপ্যতা ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন: https://www.facebook.com/OPPOBangladesh
আফরোজা