ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বরিশালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

খোকন আহম্মেদ হীরা,স্টাফ রিপোর্টার,বরিশাল

প্রকাশিত: ২০:২৬, ১০ মে ২০২৫; আপডেট: ২০:২৮, ১০ মে ২০২৫

বরিশালে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি

ছবি:সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ তিন দফা দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে অবস্থান কর্মসূচি এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান রয়েছে।

কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

এসময় আন্দোলনকারীরা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ, গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা এবং দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। 

তারা আরও বলেন, আমাদের দাবি আদায় না হলে এ আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে। অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিণাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

আলীম

×