
ছবি: জনকণ্ঠ
গাজীপুরের কালিয়াকৈরের জামালপুর হাটে মাত্র ৪০০ টাকা খাজনা না দেওয়ায় এক তেল ব্যবসায়ীকে মারধর এবং তার দোকানের ৭০ কেজি সরিষার তেল সড়কে ফেলে দিয়েছে ইজারাদারের লোকজন। শনিবার বিকেলে হাট চলাকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন গাজীপুর মহানগরীর সালনা এলাকার আবুল বাশার ও সজীব মিয়া। তাঁরা জানান, পাঁচ বছর ধরে জামালপুর হাটে ভ্রাম্যমাণ দোকানে সরিষার তেল বিক্রি করে আসছেন। আগে কখনও ইজারাদারের পক্ষ থেকে খাজনা নেওয়া হয়নি।
তাদের দাবি, নতুন ইজারাদার পক্ষের লোকজন—সুজন ও শহীদুল ইসলাম—হঠাৎ করে ৪০০ টাকা করে খাজনা দাবি করেন। দোকানদার খাজনা না দিয়ে জমির মালিককে নিয়মিত সরিষার তেল দেওয়ার কথা জানালে ইজারাদারের লোকজন প্রথমে জোরপূর্বক দুই লিটার তেল নিয়ে যান। পরদিন আরও খাজনা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এর জেরে তারা দোকানের ৭০ কেজি তেল সড়কে ফেলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫ বছর ধরে খুচরা দোকানিদের কাছ থেকে খাজনা আদায় করা হয়নি। তবে কয়েক মাস আগে হাটটি ইজারা নেন স্থানীয় কৃষকদল নেতা ফরহাদ হোসেন। তারপর থেকেই অতিরিক্ত খাজনা ও হয়রানির অভিযোগ ওঠে।
এদিকে হাটের কোথাও খাজনার নির্ধারিত হার বা তালিকা টানিয়ে রাখা হয়নি, যা সরকারি নিয়মের লঙ্ঘন। এ বিষয়ে ইজারাদার ফরহাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শহীদ