ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পিকনিকের লঞ্চে লঙ্কাকাণ্ড! ভাইরাল হওয়া সেই যুবক আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ।।

প্রকাশিত: ১৫:৪৮, ১০ মে ২০২৫

পিকনিকের লঞ্চে লঙ্কাকাণ্ড! ভাইরাল হওয়া সেই যুবক আটক

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে পিকনিক পার্টির দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে ভাইরাল হওয়া সেই যুবক নেহাল আহাম্মেদ জিহাদকে আটক করেছে পুলিশ। সদর থানার ওসি সাইফুল আলম জানান, শনিবার দুপুর দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তবে এখনও কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে ভুক্তভোগীরা অভিযোগ করবে বলে জানিয়েছে।

নৌ পুলিশ বিষয়টি নিয়ে যোগাযোগ করছে। মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ‘আমরা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আমরা লঞ্চটিকে অনেক দূর পর্যন্ত পাহারা দিয়ে এগিয়ে দিয়ে এসেছি। লঞ্চে থাকা স্টাফ এবং পিকনিকে আসা যাত্রীরা বলেছেন তারা আইনগত ব্যবস্থা নেবে। কিন্তু এখনও এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেনি।’

তিনি আরো বলেন,‘ পিকনিকে আসা যাত্রীরা অভিযোগ করেছিল হামলাকারীরা তাদের টাকাপয়সা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। শনিবার দুপুর ২টা পর্যন্ত তারা অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

তবে দুই নারীকে লঞ্চের সামনে এনে প্রকাশ্যে প্রহার করে ভাইরাল হওয়া সেই যুবককে আটক করা হয়েছে। নেহাল আহাম্মেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনী ঘাটের মনির হোসেনের পুত্র।

আফরোজা

×