ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২০:০৩, ১০ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ছবি: জনকন্ঠ

চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে, ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালক মফিজ উদ্দিন, মনিরুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র আব্দুল মতিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানসহ অন্যান্য ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের ১০০টি স্টল, ২০টি প্যাভিলিয়ন রয়েছে। মেলা উদ্বোধনের পর পর দর্শনার্থীদের ঢল নামে। শিশুসহ নানা বয়সী মানুষেরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন। মেলার দোকানগুলোতে নানা বয়সী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিনোদনের জায়গার অভাব রয়েছে। মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানে নানা পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে ভাল সময় পাড় করতে পারবেন বলে আশা করছি। মেলায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ভাল স্থান হতে পারে মেলা।

তিনি আরও বলেন, অস্থায়ী পুলিশ ক্যাম্প, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলায় তথ্য কেন্দ্র বক্স খোলা হয়েছে যাতে দর্শনার্থীদের পরামর্শ, নিরাপত্তা এবং মেলা সংক্রান্ত তথ্য প্রদান করা হবে। মায়েদের জন্য বেবী বেস্ট ফিডিং রুম এবং নামাজের জন্য সু-ব্যবস্থা রয়েছে। 

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তাদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এবারের শিল্প ও বাণিজ্য মেলা হবে ব্যতিক্রমী ও জাঁকজমকপূণ। মেলার প্রধান ফটক নির্মিত হয়েছে রাজকীয় ফটকের আদলে। মাসব্যাপী এ মেলায় বিভিন্ন শিল্পপণ্যের স্টল দেয়া হয়েছে। 

জাহিদ/রবিউল

×