ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা হেলাল আহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত: ০০:২৭, ১১ মে ২০২৫

মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় বিএনপির নেতা হেলাল আহত

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিতুর রহমান হেলাল এর উপর দুর্বৃত্তরা হামলা করে গুরুতর আহত করে।  তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কোট রোড বনফুল কমিউনিটি সেন্টােের সম্মুর্খে এই ঘটনা ঘটে।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, ঘঁনাটি খুবই দুঃখ জনক। দলীয় কেউ এ ঘটনার সাথে জড়িত থাকলে তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ।

মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন, গত রাত ১২টায় আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, মুহিতুর রহমান হেলাল ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বেলা ২ ঘটিকায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজু

×